Abar Notun Kore歌词
添加日期:2023-08-27 时长:04分09秒 歌手:Sutirtha Dutta
作词 : Ayan Sarkar
作曲 : Ayan Sarkar
চলো দুজনে ঘুরে আসি, দূর পাহাড়ের ওই নীলিমায়
যেখানে আকাশ, আকাশ মিশেছে সীমায়।
চলো দুজনে হেঁটে আসি, আমাদের ওই শিশির ভেজা পথ
পায়ে পায়ে লেখা, লেখা আমাদের শপথ।
আবার নতুন করে তোমায় পাবো বলে,
ভেঙে দিয়ে সব বাঁধা আবার, এলাম চলে...
তোমার কাছে।
চলো ভেসে যাই নীল সাগরে, যেখানে মিশে গেছে বালুচর -
বালুচরে ঘেরা, ঘেরা আমাদের শহর ।
বৃষ্টি ভেজা এই শহরে, এক কাপ চায়ে একটু চুমুক
হাতে রেখে হাত তোমার, দু'চোখ আমার চুপ।
আবার নতুন করে তোমায় পাবো বলে,
ভেঙে দিয়ে সব বাঁধা আবার, এলাম চলে...
তোমার কাছে।编辑于2023/08/27更新